সিলেট নগর পুলিশের শাহপরান থানাধীন খাদিমপাড়া ২নং রোড এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। আজ রবিবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জকিগঞ্জের হোসনাবাদ গ্রামের মতিউর রহমানের ছেলে জোনাইদুর রহমান ও পিল্লাকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু আহমেদ।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার