সিলেটের জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস শাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্প্রতি ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ‘উসকানি দেয়ার’ অভিযোগে দায়েরকৃত একটি মামলায় রবিবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, জকিগঞ্জে শিক্ষার্থীদের উসকানি দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় আবদুস শাকুরকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদকে গ্রেফতার করে পুলিশ। বিয়ানীবাজার পৌর এলাকার কসবা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ ফয়েজকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার