সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এই তারিখ নির্ধারণ করেছে। পাশাপাশি উপনির্বাচনের জন্য সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার এবং গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে ইসি।
সোমবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম।
তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মারা যাওয়ায় মেয়র পদটি শুন্য হয়। ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন সিরাজুল জব্বার।
বিডি-প্রতিদিন/ ই-জাহান