সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাশুক আহমদ (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মাশুক উপজেলার আসামপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, সোমবার সকালে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে গাছ কাটা হচ্ছিল। ওই সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় মাশুক। এসময় সোহাগ নামের আরো এক স্কুলছাত্র আহত হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান