যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে সিলেট নগরীর খাসদবির ইলাশকান্দি এলাকার উদয়ন ৪২নং বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে। ঈদুল আযহা পালন করতে সম্প্রতি দেশে এসেছিলেন মামুন।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে বিক্ষোভ জানাতে ৭ ফেব্রুয়ারি বিএনপি নেতাকর্মীরা লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হন। সেখানে বিক্ষোভ দেখিয়ে বিকালে তারা হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে সেখানকার কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হাইকমিশনে ভাঙচুর চালান। এ ঘটনায় মামলা করেন দূতাবাস কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান