সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাধারণ ৮নং ওয়ার্ড এবং সংরক্ষিত ৫নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্ট এ ওয়ার্ড দুটির ফলাফলের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
জানা যায়, ৮নং ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী জগদীশ চন্দ্র দাশের হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ৩০ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ ওয়ার্ডের বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, মদন মোহন কলেজ পাঠানটুলা ক্যাম্পাস ও শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদরাসা কেন্দ্রের ভোট পুন:গণনা ছাড়া ফলাফলের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা দেন।
এদিকে সংরক্ষিত ৫নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী দিবা রাণী দে বাবলী নির্বাচন নিয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্টের ওই একই বেঞ্চ এ ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কাজিরবাজার জামেয়া মাদরাসা কেন্দ্রের ভোট পুন:গণনা ছাড়া ফলাফলের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা দেন।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল