সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
থানার ওসি আব্দুল জলিল জানান, লাশটি বয়স্ক মানুষের। উজান থেকে নদীর স্রোতে লাশটি ভেসে এসেছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন