সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী থেকে অগ্নিদগ্ধ এক অজ্ঞাত পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চাঁন্দশির কাপন এলাকার বাসিয়া নদীর উত্তরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় থানা পুলিশের পাশাপাশি সিলেটের সিআইডি পুলিশের ক্রাইমসিনের একটি টিমও উপস্থিত ছিল। লাশের হাত-পা ও মুখমন্ডলে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে।
থানা পুলিশ জানায়, কোন একটি স্থান থেকে লাশটি নদীর পানিতে ভেসে বিশ্বনাথের ওই স্থানে চলে এসেছে। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার