সিলেটের বিয়ানীবাজারে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বারইগ্রাম ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীর পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম