শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন ও থানায় জিডি করা হয়েছে। আজ মঙ্গলবার ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- এমবিএ প্রোগ্রামের উত্তম সরকার ও বিবিএ প্রোগ্রামের ফাহিম আহমেদ চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহে সাধারণ শিক্ষার্থীদের বাধা প্রদান করে। তারা নতুন সেমিস্টারে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবদেরও বাধা দেয়। এছাড়া উপাচার্য ও শিক্ষকদের সাথে তারা উদ্ধত আচরণ করে। ঘটনার সত্যতা পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জরুরি সভা ডেকে তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও হয়েছে। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার