মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, ‘মা, মাটি, মানুষ ও দেশ এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের দেশের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা হচ্ছেন অগ্রসেনানী।’
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলন-২০১৮ এর সকালের অধিবেশনে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ‘সিলেটের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামেগঞ্জে অনেক কুসংস্কার আছে, অনেক নোংরামি, অন্ধকার আছে। এগুলো দূর করতে সাংবাদিকদের কাজ করতে হবে।’
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আসহাব উদ্দিন আরো বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত পায় না।’
সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, ‘হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। গঠনমুলক, দায়িত্বশীল ও দেশের জন্য ভালো এমন সাংবাদিকতা করতে হবে। অন্যায়, অনৈতিক পথে পা দেয়া যাবে না। সৎ পথের উপার্জনে শান্তি বেশি। মানবতার কল্যাণের জন্য সাংবাদিকদেও কলম অনেক শক্তিশালী।’
প্রতিনিধি সম্মেলনের অধিবেশনে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের চারটি জেলা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল