সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভুঁইয়া এই আদেশ দেন। পুলিশের কাজে বাধা প্রদানের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে, গত ২১ জুলাই বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন কর্মীদের মুক্তির দাবিতে নগরীর উপশহরে মহানগর পুলিশের উপ-কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে সামনে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনায় ‘পুলিশের কাজে বাধা প্রদানের’ অভিযোগে মামলা করে পুলিশ।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, পুলিশের কাজে বাধা প্রদানের একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আলী আহমদ। তবে নিম্ন আদালতে হাজিরা না দেয়ায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। আদালতে আলী আহমদ জানিয়েছেন, তিনি অসুস্থ। আদালত এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে নির্দেশ দিয়েছেন। এরপর তাকে কারাগারে চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/হিমেল