সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সিলেট মহনগর ছাত্রশিবিরের সভাপতিসহ জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা জামায়াতের হাছননগরস্থ কার্যালয় থেকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গি ও জিহাদি বইও উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সিলেট মহানগর শিবিরের সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ, জেলা শিবিরের সদস্য আবু তাহের, শিবির কর্মী আলিফ নূর, সমর্থক ইয়াকুব আলী, রুহুল আমিন, বিল্লাল হোসেন, আবু তোহা, নজির হোসেন, ফাহিম আহমেদ, গিয়াস মিয়া, আশিক বিল্লাহ, শরিফ মিয়া, ইমন আহমেদ, তাজুল ইসলাম, আবুল হোসেন ও মাহফুজুর রহমান। তাদের সবাইকে থানা গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কার্যালয়ে সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ নেতারা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সঞ্জুর মোরশেদ বলেন, নাশকতার অভিযোগে শিবিরের সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত