মাদক-জঙ্গি নির্মূলে সিলেট মহানগরবাসীর সহযোগিতা চাইলেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। আজ সোমবার দুপুরে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে শাহপরাণ থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সহযোগিতার আহ্বান জানান।
পুলিশ কমিশনার বলেন, পুলিশের পক্ষে একা অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করতে পারলে সমাজ থেকে নানা ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
শাহপরাণ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার