আওয়ামী লীগের সাবেক নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, ইলিয়াস আলী ছাত্রলীগের রাজনীতি করতেন। এমসি কলেজে থাকাকালে তিনি আমার অধীনে রাজনীতি করতেন। তিনি ঢাকায় গিয়ে ছাত্রদলে যোগ দেন।
সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বুধবার বিকেলে এমন কথা বলেন তিনি।
ইলিয়াস আলী বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি 'নিখোঁজ' রয়েছেন। সুলতান মনসুর ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
সুলতান মনসুর আরও বলেন, সিলেটের মানুষ কোন দিন মাথা নত করে হাঁটে না, মাথা উঁচু করে হাঁটে। যত দিন বাঁচবো, জনগণের দাবিতে থাকবো মন্তব্য করে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে থাকার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত