সিলেটের বিশ্বনাথ উপজেলায় উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় মিলেছে। লাশটি সুলতান মিয়া (৩০) নামের এক ইটভাটা শ্রমিকের। শনিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুলতান মিয়া দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা পাতাইরা গ্রামের আলকাছ মিয়ার ছেলে। সুলতান উপজেলার রামপাশা ইউনিয়নের এ আর ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়রা জানায়, সকালে ওই যুবকের মস্তকবিহীন মরদেহটি রাস্তার পাশে পরে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌছায়। লাশের মাথা না থাকায় প্রথমে তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। দীর্ঘ খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের প্রায় ৩০ ফুট দূরে ঝোপের মধ্যে পাওয়া যায় কাটামাথা।
লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র’র সুত্র ধরেই নিশ্চিত হয় সুলতানের পরিচয়। পরে পুলিশ মরদেহটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সুত্র জানায়, গ্রামের বাড়ি থেকে সুলতানের ভাই ও ভাবী তাকে দেখতে এলে শুক্রবার বিকেলে তাদের এগিয়ে দিতে বের হয় সুলতান। পরে আর সে ইটভাটায় ফিরেনি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ধারণা করা হচ্ছে সুলতান মিয়াকে হত্যা করে লাশ ঝোপের মধ্যে ফেলে রাখে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৮/বাজিত হোসেন