সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত সেই অটোরিকশা চালকের নাম নয়ন মিয়া (৩৪)। নিহত নয়ন মিয়া নগরের কাজি জালালউদ্দিন এলাকার আইন উদ্দিনের ছেলে।
রবিবার রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নবাব রোড মোড়ে ফুলকুলির শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। নয়ন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের শামীমাবাদ আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নবাব রোডের মোড়ে নিজের অটোরিকশায় বসা ছিলেন নয়ন। এসময় দুর্বৃত্তরা তার উরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নিহত লোকটি নিজের মালিকানা অটোরিকশা চালাতেন। মূলত গ্রুপিংয়ের কারণে তাকে খুন করা হতে পারে। তিনি কোন দল করতেন কি না, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের উরুতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। খুনের নেপথ্যের ঘটনা তুলে আনা ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর