সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের পবিত্র মাটিতে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই মাটির সাথে রয়েছে আরবের পবিত্র মাটির সাদৃশ্য। কোন অপশক্তি পবিত্র এই মাটিকে অপবিত্র করার চেষ্টা করলে আল্লাহ তা বরদাশত করবেন না। মানুষ এতোদিন সকল অত্যাচার নিরবে সহ্য করেছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে মানুষ এসব অবিচার অত্যাচারের জবাব ব্যালটের মাধ্যমে দেবে। জনরায়ে সরকারের সকল ষড়যন্ত্র পরাজিত হবে।
শুক্রবার নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন, সিলেট মহানগর ২৩ দলীয় জোটের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী শাহজাহান আলী, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন