সিলেটে আদালতের হাজতখানায় গিয়ে আটক নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন সিলেট-১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার সন্ধ্যায় সিলেট আদালত প্রাঙ্গনে গিয়ে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন।এ সময় তিনি তাদের ধৈর্য রাখার আহ্বান জানান এবং সান্ত্বনা দেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ৫৩ জন বিএনপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকালে বিভিন্ন থানা থেকে তাদের আদালতে নিয়ে আসা হয়। জেলহাজতে প্রেরণের আগে মুক্তাদির গিয়ে আটককৃতদের সাথে দেখা করেন। এ সময় তিনি তাদের সান্ত্বনা দেন।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৮/মাহবুব