৭ বছর পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি এসে নামলো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ বিমানের বোয়িং-৭৮৭ ‘সোনারতরী’ উড়োজাহাজটি ২৯৭ জন যাত্রী নিয়ে সোমবার বেলা ১টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
এই যাত্রীর মধ্যে ২৮৫ জনই ছিলেন সিলেটের। পড়ে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উড়োজাহাজ সংকট দেখিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারের সাথে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। প্রবাসীদের দাবির মুখে গত রবিবার থেকে ফের শুরু হয় সরাসরি ফ্লাইট। ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এই তিনদিন বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি সিলেট আসবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন