সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মকসুদ আহমদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
তিনি জানান, মকসুদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। মকসুদকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে। পরে পুলিশ আদালতে হাজির করবে তাকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার