সিলেট নগরীর টিলাগড়ে অপরিকল্পিত গতিরোধকের কারণে প্রাইভেট কার দুর্ঘটনায় এমসি কলেজের দুই ছাত্র নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এমসি কলেজের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা বিক্ষোভ করেন তারা। এসময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনারোধে সড়কে শৃঙ্খলা ফেরানো ও অপরিকল্পিত গতিরোধক অপসারণের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন পেশার প্রতিনিধিরাও অংশ নেন।
বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ, দেলোয়ার হোসেন, শিক্ষার্থী হাবিব আহমদ, অপু তালুকদার, সুরঞ্জিত বর্মন, শামীম আলী, নাজমুল হোসেন, সুমন মিয়া, সৌরভ পাল ও জিয়াউল হক।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রীনিবাসের সামনের রাস্তায় অপরিকল্পিতভাবে নির্মিত গতিরোধকে ধাক্কা লেগে প্রাইভেট কার উল্টে এমসি কলেজের ছাত্র নয়ন ও রুবেল নিহত হয়। আহত হন আরও দুই জন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম