হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুর ঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ধোয়া এবং জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত শাহিনুরের ভাই জানান, তিনি সাঁতার জানতেন না। হয়তো প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেননি।
বিডি-প্রতিদিন/মাহবুব