সিলেট নগরীতে প্রাইভেটকার ছিনতাই করে পালানোর ২০ মিনিটের মধ্যে ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া প্রাইভেট কার। আটক ছিনতাইকারী হাবিবুর রহমান (২৭) হবিগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের আবদুল মুহিতের ছেলে।
সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
গত রবিবার রাত ৮টা ২০ দিকে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, রবিবার রাত ৮টার দিকে ছিনতাইকারী হাবিবুর রহমান নগরীর নয়াসড়ক এলাকার রায়হান মিয়া নামের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তার মালিকানাধীন (মেট্রো-খ ১১-০০৭০) একটি প্রাইভেটকার ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘটনার মাত্র ২০ মিনিটের মধ্যেই প্রাইভেটকারটিসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন