সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে নতুন করে গঠন করা হবে বিলুপ্ত হওয়া কমিটিগুলো। রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বৈঠকে সিলেটের সকল ইউনিটের কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করতে আগামী ৪৫ দিনের মধ্যে নতুন করে কমিটি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার