সিলেটে বিয়ের তিনদিন পর বাড়ির উঠান থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবুলনগর গ্রাম থেকে এখলাছ মিয়া নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এখলাছ ওই গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, তিনদিন আগে এখলাছ মিয়া বিয়ে করেন। গত শনিবার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরেননি। রবিবার সকালে বাড়ির উঠানের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এখলাছ আত্মহত্য করেছেন না তাকে হত্যা করা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পেলে এর রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু। তার শরীরের আঘাতেরও কোন চিহ্ন ছিল না বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন