মৌলভীবাজরের শ্রীমঙ্গলে আমড়াইলছড়া চা বাগান থেকে রমন দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমন আমড়াইলছড়া চা বাগানের দুখিয়া দাসের ছেলে।
ইউপি সদস্য লছমন কানু জানান, আজ সন্ধ্যায় চা বাগানের ৬নং লেবার লাইনে একটি পুকুরে রমনের লাশ পড়ে আছে বলে বাগানের লোক তাকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।
ওসি আব্দুস ছালেক বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে মনে হচ্ছে অতিরিক্ত মধ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন