সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৩ হাজার ১৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী এমাদ উদ্দিন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জবেদুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৮১ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও দশঘর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর ধরে দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ