পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জবাসীকে খুব ভালোবাসেন। তাই জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নে তিনি খুবই আন্তরিক। আমার এলাকার উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়ে থাকেন। দেশের গরীর মানুষের পাশে সব সময় প্রধানমন্ত্রী রয়েছেন। আমিও জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত গরীব মানুষের সেবা করতে চাই।
জগন্নাথপুর পৌরসভার জন্য ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে শহরের মতো গ্রামে বসে বিশুদ্ধ পানি পাবেন মানুষ। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলায় হবে। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হচ্ছে না বলে একটি মহল অযথা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
সোমবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুরে অডিটরিয়ামে এক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার।
বিডি প্রতিদিন/আরাফাত