আরডিআরএস বাংলাদেশের ‘সূচনা প্রকল্প’র আয়োজনে সিলেটের বিশ্বনাথে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্নালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া।
স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশ সিলেটের সিনিয়র কর্মকর্তা মো. নবিনুর রহমান ও প্রজেক্টরের মাধ্যমে অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশ সিলেটের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফারাজদুক ভূঁইয়া।
ইউনিয়ন কো-অর্ডিনেটর তাজনিন সুলতানার সঞ্চালনায় মুক্ত আলোচলায় অংশ নেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শহীদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি দাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশের বিশ্বনাথ উপজেলা সমন্বয়কারী কাজী তরিকুল ইসলাম, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শায়েকুর রহমান ও রামপাশা ইউপি সদস্য আবুল খায়ের।
কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনধন চন্দ্র দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ্র, সূচনার প্রকল্প বিশ্বনাথের পিএসআইএসও মো. মতিয়ার রহমান মিন্টু, দিলীপ কুমার রায়, ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মো. নিজাম উদ্দিন ও গীতা পাঠ করেন সূচনা প্রকল্পের এফএফ অজিত কুমার রায়।
অর্ধদিবস কর্মশালা শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা।
বিডি প্রতিদিন/এমআই