কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ রবিবার দুপুরে মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় মিছিল।
মিছিলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়। এছাড়া যারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন তাদের প্রতিহত করার স্লোগানও দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, নুরুল ইসলাম পুতুল, মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর