কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিয়া সেতুর উপর এক প্রতিবাদ সভা করে ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
বিশেষ অতিথির উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল জালাল, এ আর চেরাগ আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রাব্বানী, মাহবুব হোসেন মাছুম, সুনীল বৈদ্য, লামাকাজী ছাত্রলীগের সভাপতি তাজগির আহমদ ইমন, সহ-সভাপতি বকুল আহমদ, সাধারণ সম্পাদক আবু বক্কর হোসেন আকবর, খাজাঞ্চী ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর দে ঝুলন, অলংকারী ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, দৌলতপুর ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ, যুগ্ম আহবায়ক তানভির আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার