সিলেট নগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরাও ছাত্রলীগ কর্মী।
চার্জশিট দাখিলের বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার এসআই শ্যামলেন্দু ঘোষ। তিনি জানান, সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটে অভিযুক্তরা হলেন- টিলাগড়ের গোপলটিলা এলাকার সল্টু রায়ের ছেলে সমুদ্র রায় সৈকত, সজল দের ছেলে সৌরভ দে, রতন দেবের ছেলে পূজন দেব, শংকর দের ছেলে সাগর দে, সঞ্জয় দে, শাপলাবাগের আক্তারুজ্জামানের ছেলে জুবায়ের হাসান রিমেল, মর্তুজা হোসেনের ছেলে আদনান আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জের কান্দিগাঁও গ্রামের ফয়জুল হকের ছেলে শাহরিয়ার কবির ভৌমিক ও গোপালটিলার সজল দের ছেলে সজিব দে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে টিলাগড়ে ছুরিকাঘাতে খুন করা হয় অভিষেক দে দ্বীপকে। তিনি নগরীর শিবগঞ্জ সাদীপুরের দীপক দের ছেলে। খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে ৮ ফেব্রুয়ারি সমুদ্র রায় সৈকতকে প্রধান আসামি করে মামলা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর