পুলিশের দায়ের করা মামলায় গত ১১ নভেম্বর উচ্চ আদালতে ৪ সপ্তাহের জামিন লাভের পর এবার নিম্ন আদালতেও জামিন পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩২ নেতাকর্মী।
মঙ্গলবার দুপুরে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক কাওছার আহমদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী একেএম সামিউল ইসলাম।
জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন-উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খান, বিএনপি নেতা আহমেদ, নূর উদ্দিন, আরব খান, জয়নাল আবেদীন, জানু মিয়া, আবদুর রহমান খালেদ, ফরিদ আহমদ, নজরুল ইসলাম হান্দু মিয়া, যুবদল নেতা গোবিন্দ মালাকার, আবদুর রব সরকার, আব্দুর রউফ, মিছবাহ খান, সুলতান খান, আবদুুল মুমিন কালু, আনোয়ার হোসেন, জাকির আহমদ, ছাত্রদল নেতা হোসাইন আহমেদ প্রবেল, ফখরুল ইসলাম রেজা, সুলতান মিয়া, নিজাম উদ্দিন, তেরাব আলী, জাহেদ, হিফজুর রহমান, আতিনুর রহমান আতিকুর, দিলু মিয়া, বেলাল, মখলিছুর রহমান, রাশেদ মিয়া, লিফু মিয়া, রেজাউল করিম রাজু, সালমান ও ছাইদুর রহমান।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে ৩৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১২০ বিএনপির নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এমআই