সিলেটে আবারও বেড়ে গেছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে কেউ মারা না গেলেও গত ১০ দিনে বেড়েছে আশঙ্কাজনক হারে মৃত্যুর হার। শেষ ১০ দিনে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন, অর্থাৎ গড়ে দিনে একজনের চাইতে বেশি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, তিন শ’র দিকে ছুটছে প্রাণহানির সংখ্যা। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যু ২৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫০৭৩। এ মধ্যে সিলেট জেলায় ৮৭৯৬, সুনামগঞ্জে ২৪৯১, হবিগঞ্জে ১৯৩২ ও মৌলভীবাজার জেলায় ১৮৫৪ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ ও সুনামগঞ্জে ৫ জন। এই ৩২ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৮৪৭ জন। এর মধ্যে সিলেটে ৮১১১, সুনামগঞ্জে ২৪৩৪, হবিগঞ্জে ১৫৭৯ ও মৌলভীবাজারে ১৭২৩ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪২জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪০ ও হবিগঞ্জে ২ জন।
বিডি প্রতিদিন/আরাফাত