‘হে পথিক, আমাকে হত্যার প্রস্তুতি চলছে! অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে তোমাদেরকে বাঁচাই। আমাকে বাঁচান।’ এই কথাগুলো দিয়ে ‘হত্যা হওয়া থেকে’ বাঁচার যেন আকুতি জানাচ্ছে শতবর্ষী একটি রেইনট্রি গাছ। সিলেট সিটি করপোরেশন (সিসিক) যে গাছটি গোপনে বিক্রি করে দিয়েছে! ক্রেতা যুবলীগ নেতা এখন সেটি কেটে ফেলার তোড়জোড় চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কে সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কের পাশে মাজারের লাগোয়া একটি শতবর্ষী রেইনট্রি গাছ রয়েছে। বিশালাকারের গাছটি ডালপালা মেলে ছায়া দিচ্ছে ওই এলাকায়। ক্লান্তশ্রান্ত পথিক, রিকশাচালক, হকার ওই গাছের ছায়ায় বিশ্রাম নেন প্রতিদিন। ওই গাছটি এর আগেও একাধিকবার বিক্রির চেষ্টা চালিয়েছে সিসিক। কিন্তু পরিবেশকর্মীদের বাধায় তাদেরকে পিছু হটতে হয়।
সম্প্রতি সিলেট সিটি করপোরেশন গাছটি অনেকটা গোপনেই বিক্রি করে দিয়েছে এক যুবলীগ নেতার কাছে। মাত্র ৩৫ হাজার টাকায় কিনে নিয়েছেন ওই যুবলীগ নেতা- এমন খবর জানিয়েছে একটি সূত্র। প্রকৃত কাঠ ব্যবসায়ীরা বলছেন, ওই গাছটি প্রায় দুই লাখ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু সিসিক কেন এতো কম দামে সেটি বিক্রি করলো, তা তাদের বোধগম্য নয়।
এদিকে, পরিবেশকর্মীরা সিসিকের ‘বৃক্ষনিধন কর্মকাণ্ডকে অবিবেচক কাজ’ বলে অভিহিত করছেন। তারা বলছেন, বৃক্ষরোপণে কোনো মনোযোগ নেই সিসিকের। তারা অব্যাহতভাবে একের পর এক বৃক্ষনিধন করে চলেছে। যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। এদিকে, পরিবেশকর্মীরা ওই গাছটি বিক্রি ও কেটে ফেলা হবে এমন খবরে গতকাল বুধবার সকালে সেখানে ছুটে যান। তারা গাছের মধ্যে লাল কাপড় টানিয়ে দিয়েছেন। একইসাথে ওই গাছের মধ্যে ‘হে পথিক, আমাকে হত্যার প্রস্তুতি চলছে! অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে তোমাদেরকে বাঁচাই। আমাকে বাঁচান।’ শীর্ষক একটি লেখাও সাঁটিয়ে দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ভূমিসন্তান বাংলাদেশ নামক পরিবেশবাদী সংগঠনের সাথে জড়িতরা।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘গাছ প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে। সিলেট নগরীতে অধিকাংশ জায়গাতে কোনো ছায়া নেই। কারণ, বড় বড় বৃক্ষগুলো উজাড় করা হয়েছে। এই অবস্থাতে, কোনো যুক্তিতে এই গাছ কাটা মেনে নেওয়া যায় না। কিন্তু মাত্র ৩৫ হাজার টাকায় সিলেট সিটি করপোরেশন এটি বিক্রি করে দিয়েছে!’ তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায়, মানুষের স্বার্থে, প্রাণীদের স্বার্থে গাছ কাটা বন্ধ করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। সিসিক যে কাজ করছে, আমরা এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি।’
এ প্রসঙ্গে কথা বলতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন