জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও সিলেটে যাত্রী দুর্ভোগ ছিল চরমে। দিনভর যাত্রীরা টার্মিনালে গিয়ে গাড়ির অপেক্ষা করেছেন। মাঝে দু’একটি বাস ছেড়ে গেলেও ভাড়া আদায় করেছে দ্বিগুণ। আগের দিন পরিবহন শ্রমিকদের রাস্তায় দেখা না গেলেও শনিবার পণ্যপরিবহন শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে।
শনিবার সকাল থেকে কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনাল ঘুরে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। বাস না পেয়ে জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেট কার। মাঝে মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জগামী কয়েকটি বাস কদমতলী টার্মিনাল ছেড়ে যেতে দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ বাস চালকরা ভাড়া আদায় করেছেন দ্বিগুণ। রাস্তায় ট্রাকসহ পণ্যবাহী কাভার্ড ও পিকআপ ভ্যান দেখলেই শ্রমিকরা তা আটকে দিতে দেখা গেছে। পণবাহী পরিবহন চলাচলে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেন।
বিডি প্রতিদিন/এএম