ডিজেল চালিত বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর ধর্মঘট প্রত্যাহার হলেও সিলেটে দিনভর মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
ধর্মঘটের তৃতীয় দিন সকাল থেকে সিলেটে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চলাচল করেছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসির বাস। বাস বন্ধ থাকায় ট্রেনে ছিল যাত্রীদের চাপ।
গণপরিবহন না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া। রবিবার সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় আরও বেশী ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। সকালে কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। বন্ধ কাউন্টারের সামনে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা গেছে। অনেকে মাইক্রোবাস ভাড়া করে দূরের গন্তব্যে যেতে দেখা যায়। ট্রেনের টিকেটের আশায় রেলওয়ে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। তবে বেশিরভাগ যাত্রীই ফিরেছেন হতাশ হয়ে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন