সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত পরেন্দ্র দাস (৩৬) নামে এক প্রবাসীর কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে পরেন্দ্র দাসের কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের ওই স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। ২টি জুসার মেশিনের ভেতরে করে অভিনব কৌশলে নিয়ে আসা স্বর্ণের ৩৮ পিস বিস্কিট ও একটি চাকতি ছিল।
আটক পরেন্দ্র দাস মৌলভীবাজার সদর থানার আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ১২ বছর থেকে দুবাই আছেন। তিনি সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। তার পাসপোর্ট নাম্বার বিডব্লিউ-০৪৬১২৫৫।
স্বর্ণ উদ্ধারের পর এক প্রেস ব্রিফিংয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার অব কাস্টমসের নির্দেশে পরেন্দ্র দাসকে সিলেট এয়ারপোর্টে অবতরণের পর বোর্ডিং পাস থেকে আমরা চিহ্নিত করি এবং তাকে এসকর্ট করে গ্রিন চ্যানেলে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ নিয়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন। পরে তার লাগেজ তল্লাশি করে ২টি জুসার মেশিনের ভেতরে কৌশলে রাখা ৩৮ টি স্বর্ণের বার ও ১টি চাকতি উদ্ধার করা হয়।
আল আমিন জানান, পরেন্দ্র দাসকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং এর আগে এমনভাবে তিনি স্বর্ণের চালান নিয়ে এসেছেন কি না সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরেন্দ্র দাস জানিয়েছেন, গত ১২ বছরে মাত্র ২ বার দেশে এসেছেন এবং এবার তাকে অন্য একজন এই ২টি জুসার মেশিন দেশে নিয়ে আসার জন্য দিয়েছে। পরেন্দ্রর বক্তব্যের সত্যতা যাছাই ও কে বা কারা তাকে এই স্বর্ণ দিয়েছে এ বিষয়েও তদন্ত করা হবে।
পরেন্দ্র দাসের বিরুদ্ধে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানান আল আমিন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন