হবিগঞ্জে সমাবেশে পুলিশি বাধা ও সংঘর্ষের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে বিএনপি।
শনিবার দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়ারও দাবি জানানো হয়।
দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরী প্রমুখ।
বক্তারা হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলি ও লাঠিচার্জের তীব্র নিন্দা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দায়ের করা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এছাড়া বক্তারা খালেদা জিয়ার জীবন বিপন্ন দাবি করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন