সিলেটে বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ। কেক কাটা, বর্ণিল শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কগুলো সাজানো হয় ব্যানার ও ফেস্টুন দিয়ে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রলীগ ও শহিদ মিনারে মহানগর ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
কেক কাটার পৃথক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা ও ২টায় মহানগর ছাত্রলীগ রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে শহিদ মিনারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
বিডি প্রতিদিন/এমআই