সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ ইউনাইটেড পার্টির নেতারা। এছাড়া সাবেক স্পিকার মো. হুমায়ুন রশীদ চৌধুরী ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবরও জিয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসেন, মাওলানা মোস্তফা চৌধুরী, বাগেরহাটের হুজুর মাওলানা আনোয়ার হোসেন মতিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হারুনুর রশিদ ও আন্তর্জাতিক কারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মো. তোজাম্মেল হোসেন খান। এসময় দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল