আলোচিত রাজনীতিক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সিলেট সফরে গিয়েছেন। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে একই ফ্লাইটে তিনি সিলেট গিয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. মুরাদ। সিলেটে যাওয়ার পর থেকে তিনি একরকম চুপচাপ আছেন বলে জানা গেছে।
জানা গেছে, তিনি শাহাজালালের (র.) মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট গিয়েছেন। সিলেটের সার্কিট হাউসে অবস্থান করবেন ডা. মুরাদ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ