সিলেটের কানাইঘাটে নৃশংসভাবে কুপিয়ে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত যুবক ফরিদ উদ্দিন একই উপজেলার খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিন মোটরসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে তার ভায়রা শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের গতিরোধ করে তার ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা ফরিদ উদ্দিনের দুই পা ও হাতে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্বৃত্তদের হামলায় ফরিদের ভায়রা শাহীন আহমদও আহত হন।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই