সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফরিদ স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পূর্ব বিরোধ থেকে ফরিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরমধ্যে বাম পায়ের অংশ খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পা বিচ্ছিন্ন করে অন্য কোথাও ফেলে দিয়েছে। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে তাদের আটক করতে চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন