সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দেব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হেলালপুর ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ দেব হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুণ দেবের বড় ভাই।
পুলিশ জানায়, দেবাশীষ দেব মঙ্গলবার রাত ৭টার দিকে মোটরসাইকেলযোগে সিলেট নগরী থেকে বাড়ি ফিরছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর