সিলেটের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যার ফলে শীতের পাশাপাশি কর্মজীবী মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
আবহাওয়া অফিস সূত্রে জানায়, আজ সিলেটে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তারপরও রয়েছে শীতের তীব্রতা।
এদিকে, হিমেল হাওয়ার সাথে সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না। সবচাইতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টি চলতে পারে আগামীকাল পর্যন্ত। এরপর ধীরে ধীরে মেঘ কেটে গেলে আর একটি শৈত প্রবাহের কবলে পড়তে পারে সিলেট। এরপরেই বিদায় নেবে এ বছরের শীত।
বিডি প্রতিদিন/আরাফাত