সিলেটের বিশ্বনাথে স্থানীয় লোকজনের কাছে বন্দী একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নোয়াব আলীর বাড়ির পাশের জঙ্গলে পাওয়া যায় এটি। খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছুটে আসেন একদল শিক্ষার্থী। তারা গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে যান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশরাফুল আলম ইমন বলেন, আমরা বিপন্ন বন্যপ্রাণি ‘গন্ধগোকুল’কে চিকিৎসা প্রদানের পর বনবিভাগে হস্তান্তর করব।
গন্ধগোকুল এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়ালও নামের পরিচিত এটি। গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।
স্থানীয় সূত্র জানায়, গন্ধগোকুল নামে বিলুপ্ত প্রজাতির ওই প্রাণীটি প্রবাসীর বাড়ি পাশে দেখতে পাওয়া যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন এটিকে ধরতে সক্ষম হন। পরে তারা একটি খাঁচায় প্রাণীটিকে বন্দী করে রাখেন।
ওই বাড়ির বাসিন্দা তোয়াব আলী সাংবাদিকদের জানান, জঙ্গল থেকে গন্ধগোকুলটি আটকের পর আমরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করি। সেখান থেকে খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছুটে আসেন একদল শিক্ষার্থী। তারা গন্ধগোকুলটি নিয়ে যান।
এ বিষয়ে কথা হলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন ‘বাংলাদেশ প্রতিদিন’কে গন্ধগোকুল খাদ্যমৃঙ্খলে গুরুত্বপূর্ণ অংশ। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবনযাপন করে থাকে। এছাড়া এ প্রাণী মানুষের কোন ক্ষতি করে না, বরং উপকারই করে থাকে। উদ্ধার হওয়া গন্ধগোকুলটি বনবিভাগের মাধ্যমে বন্যপ্রাণী অভয়াশ্রসে অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/এএম