আরডিআরএস বাংলাদেশ’র ‘সূচনা প্রকল্প’র আয়োজনে সিলেটের বিশ্বনাথে ‘পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদারকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। শুরুতে সূচনার বিভিন্ন কর্মসূচি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ, সূচনা প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো.ফরাজদুক ভূঞা। আরডিআরএস বাংলাদেশ, সূচনা প্রকল্পের রামপাশা ও অলংকারি ইউনিয়ন কোঅর্ডিনেটর তাজনিন সুলতানা’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।
সভায় বক্তারা বলেন, যে সকল এনজিও সংস্থা সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ-প্রকল্প নিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে ‘সূচনা’ তাদের মধ্যে একটি। বিশ্বনাথে সূচনা ভালো ভাবেই তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। এভাবে আমরা সকলে মিলে-মিলে কাজ করলে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড ও গৃহীত সকল প্রকল্প সফল ভাবে সম্পন্ন হবে। বক্তারা আরো বলেন, কিছু কিছু সংস্থা আছে, সাময়িক কার্যক্রম শেষে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সুচনা এ ক্ষেত্রে ব্যতিক্রম। তারা ২০১৬ সাল থেকে এ উপজেলায় বহুমূখি কার্যক্রম পরিচালনা করে আসছে। যার সূফল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি।
মুক্ত আলোচনার এক পর্যায়ে সূচনার উপকার ভোগীদের মধ্যে সফলতার গল্প ও প্রত্যাশা তুলে ধরেন উপকারভোগী কৃষ্ণা রাণী তালুকদার, স্বপ্না বেগম, কিশোরী পিয়ার লিডার ফারজানা বেগম। কর্মশালার প্রারম্ভে একটি আর্দশ বাড়ি বৈশিষ্ট-উপকরণসহ, সেই সাথে মা ও শিশু পুষ্টি কর্ণারের যাবতীয় তথ্যাদী অতিথিদের সম্মুখে উপস্থাপন করেন সূচনা প্রকল্প বিশ্বনাথ’র পুষ্টি কর্মকর্তা হামিদা হক। এক পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে অগ্রগতি তুলে ধরেন সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশ’র উপজেলা র্কোঅডিনেটর তরিকুল ইসলাম।
কর্মশালায় অন্যানের মধ্যে অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামির কান্তি দেব, উপজেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. তপজিত ভট্টাচার্য, স্থানীয় সরকার প্রকৌশলী সঞ্জিব চন্দ্র সরকার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, খাদ্য অধিদপ্তরের অফিস সহকারি দেবব্রত চক্রবর্তী, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী সাহেদ আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, ভ্যাটনারি সার্জন ডা. সারমিন সুলতানা, উপজেলার পরিবার পরিকল্পনার বিধান রায়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ডফিশের ফিসারিজ ডেভেলপমেন্ট কর্মকর্তা আকিকুর রহমান সামি, গীতা পাঠ করেন খাজাঞ্চী ইউনিয়নের সূচনার স্টাফ সীমা রাণী।
বিডি প্রতিদিন/এএম