সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ইমন আহমদ (২১) সিলেট নগরীর সুবিদবাজারস্থ হাজীপাড়া নীলাচল ৩৭ নম্বর বাসার স্বপন মিয়ার ছেলে।
ইমনের ভাই সুমন আহমদ জানান, বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে গিয়েছিল ইমন। সাঁতার কাটতে গিয়ে সে তলিয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ জানান, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। তখনো সে বেঁচে ছিল। পরে ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বিডি প্রতিদিন/হিমেল